Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
পাতা

এক নজরে ঘুড়িদহ ইউনিয়ন

গাইবান্ধা জেলাধীন সাঘাটা উপজেলার একটি ঐতিহ্যবাহী ও বৃহত্তম জনপদ ইউনিয়ন হলো ৬নং ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ। অত্র ইউনিয়নটি সাঘাটা উপজেলার পূর্ব দক্ষিনে জুমারবাড়ী ইউনিয়নের উত্তর পাশে অবস্থিত । ইউনিয়নের পূর্ব পাশে বৃহত্ততম যমুনা নদী বয়ে গেছে । কালের পরিক্রমায় আজ অত্র ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্নক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় আজও সমুজ্জ্বল।

 

ক) নাম – ৬নং ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ ।

খ) আয়তন – ২১ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ৩৩০১২ জন (প্রায়)

ঘ) গ্রামের সংখ্যা – ১৪ টি।

ঙ) মৌজারসংখ্যা – ৯টি।

চ) হাট/বাজার সংখ্যা -৪টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা/ভ্যান ।

জ) শিক্ষার হার – ৮৫%।

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৬টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৪টি,     

    উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ঃ ০৬টি,

     মসজিদ- ৫৫ টি

    মাদ্রাসা- ০৬টি,

    কলেজ-০৪টি,

    শিশু নিকেতন (কেজি)-০৪টি।

   

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান -জনাব মো: আবুল কালাম আজাদ।

ঞ) ইউপি কমপ্লেক্স ভবন স্থাপন কাল – ১৯৮৪ইং।

চ) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ –০৭ /০২/২০১৮ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ০৮/০২/২০১৮ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ –

ঢ) গ্রাম সমূহের নাম –

       কমলপুর, বাউলিয়া, পচাবস্তা, মথরপাড়া, যাদুর তাইড়, পূর্ব অনন্তপুর, ঘুড়িদহ, খামার পবনতাইড়, পবন তাইড়, ঝাড়াবর্ষা, চিনিরপটল,  

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদসচিব – ১ জন।

              ৩) ইউনিয়ন উদ্যোক্তা- ০২ জন।

              ৪) ইউনিয়ন গ্রাম পুলিশ –১০ জন।

ছবি


সংযুক্তি


সংযুক্তি (একাধিক)Share with :

Facebook Twitter